|
Date: 2023-10-24 09:51:54 |
বাবা মায়ের একমাত্র আদরের ছেলে হাসান মাহমুদ শুভ। পড়ালেখা করেন মেডিকেল সাইন্সে। এবার এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। হাসান মাহমুদ শুভ শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়। লেখালেখি সহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প বয়সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়!
তার লেখালেখির শুরুটা স্কুল জীবন থেকে। ছোটবেলা থেকেই লেখালেখি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রতি তীব্র আগ্রহ ছিলো তার। স্কুলে পড়াকালীন সময়ে কবিতা লিখেছেন প্রায় ২০০ টি এর মতো। তারপর কলেজে উঠেও লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখেন। কলেজে পড়াকালীন সময়ে "কবিতার চোখে জল" নামে যৌথভাবে একটি কবিতার বই প্রকাশিত হয়। যা প্রসংশা কুড়িয়েছে পাঠকমহলে।
তারপর ২০২০ সালের প্রথম দিকে জাতীয় পত্রিকা দৈনিক "ভোরের কাগজ"
এ লেখা প্রকাশের মধ্যে দিয়ে জাতীয় অঙ্গনে প্রবেশ তার। এরপর থেকে আর পিছনে ফিরতে হয়নি তাকে।
একে একে বাংলাদেশের প্রায় সব জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। গল্প, কবিতা, ফিচার, কলাম,চিঠিপত্র থেকে শুরু করে লেখালেখির সব পথেই এই তরুণ লেখকের সফল বিচরণ। তারপর আস্তে আস্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক প্রিন্ট পত্রিকার সাথে কাজ করা শুরু করেন। তার লেখার মূল লক্ষ মূলত সমাজ ও দেশের অসঙ্গতিগুলো তুলে ধরা এবং তার সমাধানের পথ দেখানোর ইঙ্গিত!
শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ নয় এই স্বপ্নবাজ তরুণ। সমাজের অসহায় মানুষদের সাহায্য করার জন্য কোভিড-১৯ এর মধ্যে একদম মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন "জাগরণ ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
যা সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই স্বপ্নবাজ তরুণ কাজ করছেন মেডিকেল কমিউনিটির বিভিন্ন একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে। এক বিশেষ সাক্ষাৎকারে হাসান মাহমুদ শুভ বলেন-
"ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য কাজ করা। এজন্যই মেডিকেল সেক্টরে আসা৷ পড়াশোনার পাশাপাশি আমি সমাজের ইতিবাচক পরিবর্তন ও অসঙ্গতি নিরসনের জন্য লেখালেখি করি। পড়াশোনার বাহিরে বাকিটা সময় আমি লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে দিয়ে থাকি।
সবমিলিয়ে ভালোই প্রোডাক্টিভ সময় কাটাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।" এমনটাই জানিয়েছেন এই তরুণ স্বপ্নবাজ।
তার জন্ম ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। ২০০১ সালে নিজ জন্মস্থান চরফ্যাশনে জন্মগ্রহণ করেন তিনি। নিজ জন্মস্থান থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন সফলতার সাথে। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন।
© Deshchitro 2024