তানভীর হোসেন

রাংগুনিয়া প্রতিনিধি

জমকালো আয়োজনে মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো উত্তর চট্টগ্রামের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাহাতিয়া নাঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের দশম বর্ষপূর্তি ও আলোচনা সভা অনুষ্ঠান।আজ ২৪ নভেম্বর মঙ্গলবার রাংগুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নে রাংগুনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসার অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।


রাহাতিয়া নাঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পরিচালক ইমাম হোসাইন নয়নে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আমীর শরীফ , মাদ্রাসার সুপার মাওলানা ইসকান্দর হোসাইন,সহ সুপার মাওলানা মহিউদ্দিন নেছারি,রাহাতিয়া নাঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের এডমিন মোস্তাপা, তানভীর হোসাইন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ রায়হান, তানভীর হোসেন, সাকিব,শফুর মিয়া,মোহাম্মদ ইমাম,আসরাফুল ইসলাম প্রমুখ,


অনুষ্ঠানের শেষে গরীব, এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ইফু

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024