অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ নজরুল - হালিম নেতৃত্বাধীন রেজাউল - জসিম সমর্থিত গোলাপ ফুল প্রতীক  প্যানেলের  সবাই নির্বাচিত হয়েছে। 

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল শাখার  মোঃ রেজাউল করিম সভাপতি ও গাজী  মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদকসহ  ৩১ সদস্য বিশিষ্ট কমিটির গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে প্যানেল সবাই  নির্বাচিত হয়েছে । গত ১৭ ই অক্টোবর ২০২৩ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের চট্টগ্রাম অঞ্চলের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন  বলেন,অগ্রণী ব্যাংক সিবিএ এর গোলাপ ফুল প্রতীকে আমাদের পূর্ণ প্যানেলকে বিজয় করার জন্য সকল  সদস্যদেরকে ধন্যবাদ জানাই ।  আমরা কর্মচারীদের স্বার্থে  নির্বাচনী  ইশতেহারে উল্লেখ করা সকল কাজ সম্পন্ন করব। বিগত দিনগুলোতে যে ভাবে সবার পাশে ছিলাম, সবসময় থাকব। কর্মচারীদের উন্নায়ন এবং অধিকার আদায়ে  সকল ধরনের পদক্ষেপ নেব।

 আরো নির্বাচিত হলেন- দিদার হোসেন চৌধুরী কার্যকারী সভাপতি, মোঃ ইকবাল সহ-সভাপতি, মহিউদ্দিন আহমেদ সহ সভাপতি, বশির আহমদ সহ  সভাপতি, মোঃ আবদুল নুর যুগ্ন  সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, কামাল পাশা সহ-সাধারণ সম্পাদক, মোঃ  ইসমাইল মোল্লা সাংগঠনিক সম্পাদক, ফখরুল কবির সহ সাংগঠনিক সম্পাদক, জাবেদ কাউসার সোহেল  দপ্তর সম্পাদক, মেহেদী হাসান সহ দপ্তর  সম্পাদক,শিপার হাওলাদার অর্থ সম্পাদক , মোঃ কামরুল ইসলাম সহ অর্থ সম্পাদক, লাল রেম তিয়াম তম প্রচার  সম্পাদক,মোস্তাফিজুর রহমান মোস্তাক সহপ্রচার সম্পাদক, মোঃ আলাউদ্দিন সাহিত্য  ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ আনোয়ার সহ সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্পাদক, জহির হোসেন ক্রীড়া সম্পাদক, মেজবা উদ্দিন সহ ক্রীড়া   সম্পাদক, সাইফুল ইসলাম আজাদ শ্রম ও আইন বিষয়ক সম্পাদক, মোঃ ইদ্রিস সমাজ সেবা সম্পাদক, বাসনা দেবী চাকমা মহিলা সম্পাদিকা এবং শান্তি রঞ্জন ত্রিপুরা, মোঃ ইমরান, জাকির হোসেন, বিকাশ ত্রিপুরা, আলাউদ্দিন ও  মোঃ নাছির  নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024