২৪ অক্টোবর, মংগলবার দুপুরে অক্সিজেনস্থ বেওয়ারিশ ফাউন্ডেশনের এতিম শিশু ও বৃদ্ধদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০০১ এর নেতৃবৃন্দদের মধ্যে  মোঃ আনিসুর রহমান আনিস,মোঃ তৈয়ব আলী,মোঃ রাজু, মোঃমিন্টু,মোঃ আরমান,  মোঃ নজরুল ইসলাম,মোঃ সুজন ,মোঃ রাকিবুল ইসলাম রকি,মোঃ রাশেদ ,মোঃ সবুজ,মোঃ জনি মোঃ আলাউদ্দিন,মোঃ ইকবাল, আরিফ সহ ২০০১ ব‍্যাচের গঠিত ফান্ডের ছাত্ররা এসময় উপস্থিত ছিলেন।                  বিদ‍্যালয়ের ব‍্যাচ-২০০১ সেবা ফান্ডের ১ম সেবামূলক  উপহার সামগ্রী নিয়ে  বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ "মা"দের ও অনাথ শিশুদের জন্য জরুরি  ঔষধপত্র,প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ,কাপড়,মশার কয়েল দিয়ে শরীক হয়েছেন। তারা  দেশ ও সমাজের বৃত্তশালী, ধনবান এবং অন্যান্য সেবা সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রতিনিধিরা এগিয়ে আসার আহবান জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024