চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতি অঙ্কন করেছে চবি ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা ও চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (সি.এফ.সি ছাত্রলীগ উপগ্রুপ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী) আহসান হাবিব সোপানের তত্ত্বাবধানে প্রতিকৃতিটি অঙ্কন করা হয় শহীদ আবদুর রব হলের গেট সংলগ্ন দেয়ালে। 


আহসান হাবিব সোপান  বলেন -তরুণ প্রজন্মের মাঝে শেখ রাসেলকে নিয়ে আগ্রহ তৈরী, শেখ রাসেলকে নিয়ে পর্যাপ্ত তথ্য ও জ্ঞান আহরণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরার জন্যেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। একই সাথে তার হত্যার বিচারের দাবি জানাচ্ছি আমরা তরুন ও ছাত্রসমাজ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024