|
Date: 2023-10-25 02:25:44 |
মোঃমেশকাত হোসেন
আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গা পূজা।মায়ের বিদায় বেলায় দশমীর সকালে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন আক্কেলপুরের সনাতন সম্প্রদায়ের মানুষ।এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। সনাতন সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৩৮টি পূজা মন্ডপে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপর সকাল ১০টা থেকে বিকেল ৬টার মধ্যেই প্রায় সব মন্ডপে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমা। এসময় উপজেলা প্রশাসন ও আক্কেলপুর থানা পুলিশের উপস্থিত ছিলে চোখে পড়ার মতো।
সকাল থেকে পুষ্পাঞ্জলি নেয়ার পাশাপাশি মায়ের প্রতিমা দর্শন করতে সনাতন ভক্তবৃন্দরা বিভিন্ন মন্ডপে মন্ডপে ভিড় করেন। নারী, শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জনে অংশ নেয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দমশীতে তেমন কোন বিচ্ছিন্ন অঘটন ঘটেনি। মায়ের বিদায় বেলায় রং খেলা হতো বিভিন্ন মন্ডপে, এ ছাড়া প্রতি বছর বিজয়া র্যালি মধ্য দিয়ে বিসর্জন দেয়া হলেও এ বছর তা করা হয়নি। উদ্ভুত পরিস্থিতির কারনে অন্যান্য বছরের ন্যায় র্যালি না করে স্ব স্ব পূজা মন্ডপের পাশের পুকুর বা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে আগেই প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা হয়েছে। এদিকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মন্দিরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
© Deshchitro 2024