|
Date: 2022-10-05 12:50:34 |
শেরপুর জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ শামীম। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটিতে জেলার সকল প্রতিযোগীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রোববার বাছাই কমিটি এ ফলাফল ঘোষণা করেন। নুর মোহাম্মদ শামীম ২০০৭ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ নানা ধরণের প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। তাছাড়া বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা, মনোরম ছাদবাগান গড়ে তোলাসহ নানা বিষয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। নুর মোহাম্মদ শামীম ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য শেরপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
© Deshchitro 2024