রাতেরবেলা কুড়িগ্রাম শহরের  রিভার ভিউ স্কুল মোড়ের  একটি গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। 



বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ। 


এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার  ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 



স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের উপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে। সম্ভবত ওই যুবক নিজে গাছে উঠে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে নিহতের মরদেহ নামায়। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয় সদর থানা পুলিশ।



সদর থানার ওসি-তদন্ত এম আর সাঈদ বলেন, ধারনা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024