মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট (কালুয়া চাপরা) যানজটে জনদূর্ভোগ চরম আকার ধারন করছে। উপজেলার পুলেরঘাট বাসস্ট্যান্ডে যানজট নিত্য দিনের ঘটনা। 


কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের উপর পুলেরঘাট বাসস্ট্যান্ড ও বাজার অবস্থিত। করগাঁও, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ ও ঢাকার যোগাযোগের কেন্দ্র স্থল পুলের ঘাট বাসস্ট্যান্ড। চার রাস্তার সংযোগস্থল হওয়াতে প্রতিদিন বিকাল থেকে যানজট শুরু হয়ে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। এতে করে বাস ও অন্যান্য বাহনের যাত্রীগন চরম দূর্ভোগে অস্বস্তি বোধ করে।


গুরুত্বপূর্ণ এ বাসস্ট্যান্ডে কোন প্রকার ট্রাফিক না থাকায় যে যার মত করে চারদিক থেকে মহাসড়কে গাড়ী এসে তীব্র যানজটের সৃষ্টি করে। ফলে দীর্ঘ সময় গাড়ীতে বসে অপেক্ষা করার কারণে যথা সময়ে গন্তব্যে পৌছঁতে না পারায় বিভিন্ন সমস্যায় পতিত হতে হচ্ছে।


গতকাল (২৪ অক্টোবর) বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে উপজেলার পুলেরঘাটে এসে তীব্র যানজটে আটকে পড়ি। প্রায় এক ঘন্টার উপরে গাড়ীতে বসে থাকতে হয়েছে।


পুলেরঘাট বাসস্ট্যান্ডে ট্রাফিকের ব্যবস্থা করা হলে যানজট থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে এবং স্বস্থিতে যাত্রীগন যথা সময় গন্তব্যে পৌঁছতে পারবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024