বোকা পুরুষ

মুদ্দাসির বিল্লাহ 

অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া আরেক বোকার নাম পুরুষ!


টাকাহীন পুরুষ কখনও আদর্শিক হয়নি। হতে পারেনি; মানবতার তরে।

পুরুষ বাবার মতো বাবা হয়নি!

পুরুষ ছেলের মতো ছেলে হয়নি!

পুরুষ স্বামীর মতো স্বামী হয়নি!

বস্তুত পুরুষ কখনো পুরুষই হয়নি। পারেনি। 'কাল' দেয়নি।

পুরুষ শুধু হতে শিখেছে, হেলাখেলার পাত্র। অবহেলার রজনী। নিজ হাসি বিসর্জন দিতে বেশ পটু এ জাতি। বারবার হায়া হারা ফিরে আসা স্বজনের তরে। মুখে কালি মেখে তুলে নেওয়া পরিবার, মান-অভিমান! নুইয়ে পড়া পিঠে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী আর সন্তানের বোঝা বহনে হাঁটু গেড়ে বসা; তবুও মুখ তুলে বেহায়া হাসি!


বুঝেনি, বুঝতে শিখেনি কেউ; টাকাহীনা সেও পুরুষ!

আদর্শিক সেও একজন বাবা, ছেলে, ভাই, স্বামী!

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024