আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন শারদীয়া পূজা মন্দির পরিদর্শণ ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। মহা নবমীর বিকাল থেকে গভীর রাত্র পর্যন্ত তিনি মন্ডপগুলোতে গমন করেন। 



বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পূজা মন্দির, বুধহাটা সার্বজনীন শারদীয়া পূজা মন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন পূজা মন্দির, বেউলা, কুন্দুড়িয়াসহ বিভিন্ন শারদীয়া পূজা মন্দিরে গমন করে চেয়ারম্যান ডাবলু কমিটি নের্তৃবৃন্দ ও আগত ধর্মপ্রাণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় ইউপি সদস্য, দলীয় নের্তৃবৃন্দসহ অনেকে তার সাথে ছিলেন। বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্দির পরিদর্শণকালে মন্দির কমিটির সভাপতি দেব কুমার দে ও সাধারণ সম্পাদক সচ্চিদানন্দদে  সদয়ের হাতে তিনি নগদ পাঁচ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, স্হানীয় নেতা কর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024