বগুড়ার আদমদীঘি থেকে চুরি য়াওয়া ট্রলিসহ ট্রাক্টর দুই দিন পর মান্দা উপজেলা এলাকা হতে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকা থেকে ট্রাক্টর উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার গোয়ালি উত্তরপাড়ার কফিল মোল্লার ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৭), দুবলহাটির গোলাম রব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও ংপুর সদর পুস্পরানী জমিদারপাড়ার ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫)।

পুলিশ জানায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাশিয়াকুড়ি গ্রামের মিলন হোসেনের একটি ট্রলিসহ সোনালীকা সুপ্রিম ট্রাক্টর আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামের সাদ্দাম হোসেন নামের এক চালক ভাড়ায় চালাতো। ওই চালক ট্রাক্টরটি গত ২২ অক্টোবর রাত ৮টায় তার বাড়ির পাশে পশ্চিমপাড়া মসজিদের সামনে রেখে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরদিন ২৩ অক্টোবর ট্রাক্টরটি দিবাগত রাত ৩টায় কেবা কারা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ট্রাক্টরের মালিক মিলন হোসেন আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ২দিন পর মান্দা থানার সহযোগীতায় গত বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার ও উল্লেখিত তিনজনকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024