শারদীয়া দুর্গোৎসবের মহানবমীতে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।


পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, যুবলীগ নেতা পরেশ অধিকারী, আনিসুর রহমান বাবলা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার, শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা এম এম সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হাকিম, কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, শোভনালী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক আজমীর হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ, সাহারুল, শান্ত প্রমুখ।  



উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডপে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজার উৎসবকে প্রাণবন্ত করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024