|
Date: 2023-10-26 05:28:27 |
সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জেলা শাখার ব্যনারে লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনের নেতা-কর্মীরা।
এতে নেতারা সরকার ও আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও তারা বলেন, আওয়ামী সরকার খুন-ঘুমের মাধ্যমে এই ১৫ বছর ক্ষমতাকে স্থায়ী করেছে, আলেম ওলামাদের নির্বিচারে ফাঁসি দিয়েছে।
তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে দিতে হবে, নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে হবে। আমদেরকে রক্তের ভয় দেখিয়ে লাভ নেই, জেলের ভয় দেখিয়ে লাভ নেই।
© Deshchitro 2024