আশাশুনি উপজেলার বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা ইউনিয়নের ২১ টি শারদীয়া দুর্গাপূজা মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। মহানবমীর দিনে বিকাল ৪.৩০ টা থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত এ কার্যক্রম চলে।
ইউনিয়নে এবছর ২১ টি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদিয়া, দক্ষিণ মাদিয়া, হেতাইলবুনিয়া, বাইনতলা, দক্ষিণ বড়দল, পাঁচপোতা, বড়দল বাজার, বুড়িয়া, ফকরাবাদ, উত্তর বুড়িয়াসহ ২১ টি পূজা মন্দিরে গমন করে মন্দির ও পূজা কমিটির সদস্যদের সাথে কথা বলেন। সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে পূজা অনুষ্ঠানে আগতদের সাথে মতবিনিময় করেন। এসব অনুষ্ঠানে স্ব স্ব মন্দিরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ সুশংকর কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানগুলোতে মহিলা মেম্বর শ্রাবন্তী বৈরাগী, রেহেনা পারভিন, মেম্বর চন্দ্র কান্ত মন্ডল, সত্যরঞ্জন বৈরাগী, জুলফিকর আলী ভুট্টো, আফজাল হোসেন, আবু হাসান, সাংবাদিক শরিফুজ্জামান শরীফ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনিরজ্জামান ডালিম প্রমুখ চেয়ারম্যানের সফরসঙ্গী ছিলেন। চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সকল মন্দিরে পূজা শুরুর পূর্বেই ২টি করে সিসি ক্যামেরা প্রদান করেন। এছাড়া স্ষ্ঠুু ও শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্নের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।