আশাশুনি উপজেলার বুধহাটায় বসত বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বুধহাটা বাজারের পার্শ্ববর্তী স্বাগতম চক্রবর্তীর বাড়িত এ চুরির ঘটনা ঘটে।


শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে স্বাগতম চক্রবর্তী পূজার কাজে ব্যস্ত ছিলেন এবং তার পরিবার পূজা মন্ডপে মুদি দোকানে ছিলেন। ধারণা করা হচ্ছে এদিন সন্ধ্যা ৭ টার পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।


ঘরের মালামাল তছনছ করে ড্রয়ারে থাকা দু’টি স্বর্ণের আংটি,  একজোড়া বালা, একজোড়া কানের দুল, দু’টি গলার চেন ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। দোকান থেকে রাতে বাড়িতে ফিরে তারা চুরির ঘটনা বুঝতে পারে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম সিহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামল দায়েরের প্রস্তুতি চলছিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024