|
Date: 2023-10-26 11:45:42 |
মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩-টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম।
এসময় গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সহ-সভাপতি বিল্লাল হোসেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক এম এন পাভেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, বাংলা নিউজ-২৪ এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, আর টিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, বাংলা টিভির প্রতিনিধি আক্তারুজ্জামান, মানবজমিনের প্রতিনিধি সাহাজুল সাজু, তৃতীয়মাত্রার প্রতিনিধি তোফায়েল হোসেন, দৈনিক দেশতথ্য বাংলা ও সময়ের সমীকরণের প্রতিনিধি মাহাবুল ইসলাম, আমাদের সূর্যোদয়ের প্রতিনিধি রুবেল আহমেদ, মতপ্রকাশের প্রতিনিধি তারিফুল ইসলাম জীবন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024