রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের সফল অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন  মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার ২৬শে অক্টোবর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ২৫শে অক্টোবর রাতে দৌলতদিয়া ঘাটে  মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোঃ মুন্নু মুন্সি (৪০)'কে  তার বসত বাড়ীর শয়ন কক্ষের ম্যালামাইনের ওয়ার ড্রোবের ভিতরে রক্ষিত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছিলো। কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। মাদক ব্যবসায়ী মুন্নু'র বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদকসহ মোট ০৩ টি মামলা রয়েছে। পরে  আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024