কুমিল্লার নাঙ্গলকোটে বৃহত্তর রায়কোট ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদ ও ওলামা কমিটির উদ্যোগে ফিলিস্তিনে ই-জ-রা-য়ে-ল আগ্রাসন ও  দখলদারিত্বের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার বিকেলে রায়কোট উত্তর ইউনিয়ন মাহিনী বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি মাহীনি বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে  শান্তির বাজার ও মাহিনী বাজার প্রদক্ষিণ করে মাহিনী বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ওমর ফারুক মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী শাহ আলম, ফুলগাঁও সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এয়াছিন মজুমদার, মাহিনী দারুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা অলি উল্লাহ, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবু বকর, মাওলানা শাহ্জালাল, মাওলানা নজির আহমদ, মাওলানা আবু হানিফ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদ মোল্লা, ছবির আহমদ মেম্বার, কাজী শাহজালাল, ফয়েজ আহমদ।

বিক্ষোভ মিছিলে বৃহত্তর রায়কোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024