|
Date: 2023-10-27 10:12:27 |
ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ জাকের পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখা উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জাকের পার্টি বরিশাল জেলা ও মহানগরের সভাপতি এবং স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মন্টু, জেলার সহ মভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন, কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ সহ অন্যরা।বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের আহবান জানান।ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কার্যালয় গিয়ে শেষ করে।
© Deshchitro 2024