নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাসিক কল্যাণ ও অপরাধসভা অনু‌ষ্ঠিত


নেত্রকোণা জেলা পু‌লিশ লাই‌ন্সে মা‌সিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর ২০২৩ 'মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা' ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ২০২৩ সা‌লের সেপ্টেম্বর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়।

নেত্র‌কোণা জেলায় সেপ্টেম্বর/২০২৩ শ্রেষ্ঠ অ‌ফিসারগ‌ণের তা‌লিক সার্কেল অফিসার জনাব, শাহ্ শিবলী সাদিক অ‌তি‌রিক্ত পুলিশ সুপার, সদর  সার্কেল,নেত্রকোনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ‌ উত্তম চন্দ্র দেব দুর্গাপুর থানা।

শ্রেষ্ঠ আই‌সিজনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম ইনচার্জ শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, পূর্বধলা থানা, নেত্রকোনা। (বর্তমানে অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা। শ্রেষ্ঠ এসআইজনাব মুহাইমিনুল ইসলাম লিমনএসআই (নিঃ) নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা।শ্রেষ্ঠ বিট অ‌ফিসার(ওঠান‌ বৈঠক) জনাব মোঃ ফরিদুল ইসলাম এস আই(নিঃ) মোহনগঞ্জ থানা, নেত্রকোণা।শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব মোঃ আকবর হোসেন টিএসআই সদর ট্রাফিক, নেত্রকোণা। শ্রেষ্ঠ এএসআইএএসআই(নিঃ)মোঃমামুন ইবনে হেলাল, কলমাকান্দাথানা।

শ্রেষ্ঠ ওয়া‌রেন্ট তা‌মিলকারী জনাব মোঃ আল আমিনএএসআই(নিঃ) দুর্গাপুর থানা, নেত্রকোণা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024