|
Date: 2023-10-27 16:13:20 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. আব্দুস সাত্তার (৬২) নামে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের যমুনার পশ্চিমাঞ্চল দুর্গম জিগাতলা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৭) বিকেল সাড়ে ৪টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ। এনিয়ে রাত ৮টার দিকে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে এসপি মো. কামরুজ্জামান বলেন, 'ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও যমুনার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। আব্দুস সাত্তারের বিরুদ্ধে ইসলামপুর থানায় হত্যাসহ ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। এরমধ্যে ইসলামপুর থানায় ২০০৭ সালে গরুচুরিসহ মারপিট এবং যমুনা নদীতে ডাকাতির অভিযোগে পৃথক ২টি মামলা, ২০১৭ সালে দোকান ঘরের ভিতরে ঢুকে ছমেদ আলী মেম্বার নামে একব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে ১টি মামলা, ২০১৩ সালে পাশ্ববর্তী গাইবান্ধার ফুলছড়ি থানায় ১টি হত্যা মামলা এবং ২০১৫ সালে বকশীগঞ্জ থানায় অস্ত্র ডাকাতির প্রস্তুতিগ্রহণের অভিযোগে ১টি মামলা।'
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের নেতৃত্বে ওসি সুমন তালুকদার, এসআই আক্রাম হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল শাহীন, মোবারক হোসেনসহ পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, 'আগামীকাল শনিবার গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে।'
© Deshchitro 2024