পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে৷

২৭ অক্টোবর শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের গনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত ওমর ফারুক ওই এলাকার মজিবুল ইসলামের ছেলে। সে বোদা ময়নাগুড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক আসরের নামাজের জন্য তার বাড়ির টিউবওয়েলে অজু করতে যায়। টিউবওয়েলের সাথে মোটর পাম্পের বৈদ্যুতিক লাইন কিছুটা ছেঁড়া থাকায় সে লাইনে টেপ লাগাতে গেলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024