|
Date: 2023-10-28 09:28:02 |
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন ভুঞা, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতিসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024