কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৮শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার দৃশ্যমান প্রমাণ আজকে উদ্বোধন হওয়া কর্ণফুলী টানেল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে। মহাসমাবেশের নামে যারা অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, গাড়ি ভাঙচুর করছে তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এছাড়া আগামীকাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি প্রমূখ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024