আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্বদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। মিছিলে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  অংশগ্রহণ করেন।

এদিকে, আওয়ামী লীগের এই মিছিল থেকে বাজার এলাকায় বিএনপির বেশ কিছু ব্যানার-ফেস্টুন ভাংচুরের অভিযোগ উঠেছে।


উল্লেখ্য, শনিবার ঢাকার নয়া পল্টনে আয়োজিত মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত করার অভিযোগ এনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024