বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শত তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার ২৮ (অক্টোবর)  নড়াইল চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষ উপভোগ করেন এই নৌকাবাইচ প্রতিযোগিতা। নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলার ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুর ২.৩০ মিনিটে  বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান। 


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,  পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন, পৌরমেয়র আঞ্জুমান আরা সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচকে আকর্ষনীয় করতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারী গানের আয়োজন করা হয়।  


প্রতিযোগিতায় নারীদের ৪ টি নৌকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযাগিতায় ১২ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কালাই গ্রুপ প্রথম হয়েছে গোপালগঞ্জের মা শীতলা নামের নৌকা, দ্বিতীয় যশোরের জগন্নাথপুর গ্রামের আব্দুল কাদের খানের নৌকা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বলবানা গ্রামের নিছার শেখের নৌকা তৃতীয় হয়েছে।

 

টালাই গ্রুপ মাগুরা সদরের ঘোনাবাড়ি গ্রামের আকরাম হোসনের নৌকা প্রথম, খুলনার তেরোখাদা উপজেলার পাটগাতি গ্রামের দিদার মোল্যার নৌকা দ্বিতীয় এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার অপূর্ব রায়ের নৌকা তৃতীয় স্থান অধিকার করেছে।

 

এছাড়া নারীদের মধ্যে নড়াইল সদরের হাতিয়াড়া গ্রামের পুতুল মজুমদারের নৌকা দ্বিতীয়, গুয়াখোলা গ্রামের দিপালী সরকারের নৌকা দ্বিতীয় এবং একই গ্রামের মনিহার পালের নৌকা তৃতীয় স্থান অর্জন করেছে।

     

প্রতিযাগিতায় ১ম স্থান অধিকারী নগদ ৬০ হাজার টাকা, , ২য় স্থান অধিকারী নগদ ৪০ হাজার টাকা ও  ৩য় স্থান অধিকারী নগদ ২০ হাজার টাকা পুরস্কার পান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024