ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল সহ ১২ নেতা কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার ভোরে ঈশ্বরদী বাসস্ট্যান্ড থেক তাদের আটক করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করে ডিবি। 
জানা যায়, শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ থেকে রাতে বাড়ি ফিরছিলেন তারা। ভোরে ঈশ্বরদী বাসস্ট্যান্ডে নামলে তাদেরকে ডিবি পুলিশ আটক করে লালপুর থানায় সোপর্দ করে।
 লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএনপির মোট ১২ নেতা কর্মীকে আটক করা হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024