কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়, সরিষা,গম, ভুট্টা ও সূর্যমূখীসহ ৯টি জাতের ফসল উৎপাদনের বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৮৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এর সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গীতা সরকারসহ আরো অনেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024