শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ১৭

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিববার(২৯ অক্টোবর) নাশকতার মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে থানা পুলিশ দল অভিযান পরিচালনা করে রবিবার ভোরে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার মামলায় উপজেলার পূর্ব বিড়ালক্ষ্মী গ্রামের মোঃ হাবিবুল্লাহ গাজী(৩৫), বংশীপুর গ্রামের মোঃ রিয়াজুল মোল্যা(৬০), নকিপুর গ্রামের মোক্তার আলী(৪৬), জয়নগর গ্রামের মোস্তফা আল মামুন(২৫), মোঃ ইয়াকুব আলী গাজী(২৭), পশ্চিম কাশিমাড়ী গ্রামের রবিউল ইসলাম(২৯), কাশিমাড়ী গ্রামের রজব আলী সরদার(৫৫), উত্তর কদমতলা গ্রামের মোঃ নূর হোসেন(৪৫), বড় ভেটখালী গ্রামের আঃ রউফ(৩৩), খানপুর গ্রামের শাহিনুর রহমান (৩৫), দক্ষিণ হাজীপুর গ্রামের মোঃ মইনউদ্দিন লাভলু(৫৮), শ্রীফলকাটি গ্রামের মোঃ আব্দুল্লাহ গাজী(৪৫), খুটিকাটা গ্রামের মোঃ শাহিনুর রহমান( ২৩),  পূর্ব পাতাখালী গ্রামের মোঃ ইসরাফিল কবিরাজ(৪০), গোপালপুর গ্রামের মোঃ মাহতাব গাজী( ৪৫), পরানপুর গ্রামের জি এম আজিজুর রহমান(৪৫), দেবহাটা থানার ব্যক্তি বর্তমানে নুরনগর হাজীপুর গ্রামে বসবাসরত মোঃ আঃ সাত্তার গাজী(৩৫)কে আটক করা হয়।

জানা যায়, এছাড়া মাদক মামলায় চার জন, চুরি মামলায় এক জন ও সিআর পরোয়ানাভুক্ত এক জন সহ মোট ২৩ জন কে আটক করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন আটককৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা সহ অন্যান্য মামলায় আটক ২৩ জন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024