প্রকৃতিতে তুমি...

সুমাইয়া আক্তার



হে কামিনী,হৃদয় যামিনী,

আছো তুমি তব মনে 

প্রতিটি কোষে, আছো নিঃশ্বাসে,

 ধমনীতে প্রতি ক্ষণে।


প্রতিটি ভোরে উদিব আমি

 সূর্যসারথি হয়ে

মিষ্টি রোদের আলোতে তোমায়

 দিব যে আমি ছুঁয়ে।


দ্বিপ্রহরের অগ্নিমূর্তি 

সূর্যের মতো করে 

তীব্র প্রখর ভালবাসায় 

পুড়াবো আমি তোমাকে।


হয়ে কালো মেঘ,বয়ে ঝড়ো বেগ,

প্রবল বর্ষণে 

সাইক্লোন হয়ে আসবো আমি

 তোমার দর্শনে।


মরুর মত প্রবল তৃষ্ণায় 

ফাটে  যদি তোর বুক 

বৃষ্টি হয়ে সৃষ্ট বন্যায়,

 দেবো যে তোমায় সুখ।


তিমির রাত্রি হয়ে যদি তুমি

 আসো আমারই কাছে,

আলতো ছোঁয়ায় ভাসাবো

 তোমায়

 গভীর প্রশান্তিতে।


মধ্যরাতের স্তব্ধতায়, 

পূর্ণ পূর্ণিমায় 

স্নিগ্ধ কোমল ভালোবাসায় 

ছুঁয়ে দিবো তোমায়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024