|
Date: 2023-10-29 12:48:42 |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে তিন দাদন ব্যবসায়ীর হাতে প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন সেনা বাহিনীর মেস ওয়েটার মো রতন। অভিযোগ সূত্রে জানা যায়,সেনা বাহিনীর মেস ওয়েটার রতন তার মায়ের অসুস্থতার কারণে ১০ দিনের সাময়িক ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। তার মায়ের চিকিৎসার জন্য আর্থিক সংকটের কারণে গত শনিবার বিকাল ৪ টায় ৬০ হাজার টাকার জন্য একই ইউনিয়ের তিন দাদন ব্যবসায়ী অলি মামুদ, মোজা ও হাসিবুলের নিকট শরণাপন্ন হন। শর্ত সাপেক্ষে টাকা নিতে স্বাক্ষরিত চেকের একটা পাতা,একশ টাকার স্বাক্ষরিত তিন টা নন জুডিসিয়াল ফাকা স্টাম্প, আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি ছবি সরল মনে তুলে দেন দাদন ব্যবসায়ী মোজার হাতে। সকল ডকুমেন্টস হাতে নিয়ে দাদন ব্যবসায়ী মোজা বাড়ি হতে টাকা নিয়ে আসার কথা বলে চলে যায়। ভুক্তভোগী সেনাবাহিনীর মেস ওয়েটার মো রতন টাকার অপেক্ষা সেখানে রাত ১০ টা পযর্ন্ত অপেক্ষা করার পরে এসে বলে কালকে সকাল ১০ টায় এসে টাকা নিয়ে যাইয়েন। পরদিন রোববার সকাল আনুমানিক ১০ টায় পারেরহাট বাজারে উল্লেখিত দাদন ব্যবসায়ীর দেখা হলে টাকার কথা বললে টাকা না দিয়ে বরং ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন। বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করবেন বলে জানান।
এব্যাপারে কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শরীফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া
© Deshchitro 2024