বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কচুয়ায় ঢিলে-ঢালাভাবে চলছে। সকাল থেকে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে উপজেলার গুরুত্বপূর্ন সড়কগুলোতে যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।

হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট যথারীতি খুলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের এবং হয়নি কোথাও মিছিল-সমাবেশ।

অপ্রীতিকর ঘটনাতে এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024