|
Date: 2023-10-29 14:16:21 |
২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের নামে হত্যা, নৈরাজ্যী ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন। আজ রোববার (২৯ অক্টোবর) বিকেলে আদমদীঘি বাস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম রাজা, ছাত্রলীগ নেতা সাকিব হাসান, আরেফিন খান প্রমুখ। সমাবেশ শেষে হরতালের বিপক্ষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
© Deshchitro 2024