|
Date: 2023-10-29 18:30:43 |
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৪ নং ওয়ার্ডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হন।
রবিবার রাত প্রায় ৮:০০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল পূর্ব ইলিশার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের পন্ডিত বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে,এবং তিন কন্যার জনক। প্রত্যক্ষ দর্শিরা জানান। রবিবার রাত আনুমানিক পৌনে ৮ টা বা ৮ টার দিকে ইলিশা ব্যারিস্টার কাচারি সড়কের দিকে অজ্ঞাত দুই ব্যাক্তি যাত্রি সেজে রিকশায় ওঠেন এবং এক পর্যায়ে রিকশা চালককে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চিৎকার চেচামেচি শুনে মুমূর্ষু অবস্থায় শফিকুল কে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ইলিশা পুলিশ ফাঁড়ির গোলাম মোস্তফা বলেন আমি এ ঘটনাটির তদন্তে আছি,কে বা কারা এ কাজ কটেছে এখনো জানা যায়নি আমরা খুব শীঘ্রই অপরাধীদের শনাক্ত করবো এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করবো।
© Deshchitro 2024