|
Date: 2023-10-30 02:27:04 |
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- হরতাল জনজীবণে কোনমতে কাম্য নহে। ২৯ শে অক্টোবর বি.এন.পি সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়। দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে পিকেটিং দেখা গেলেও লোহাগাড়া উপজেলায় হরতালের সমর্থনে কোন পিকেটারের দেখা মিলেনি। জনজীবণ স্বাভাবিক ছিল। ব্যবসায়ীরা যথা নিয়মে ব্যবসা বাণিজ্য করেন। দুর পাল্লার বাস না থাকলেও সি.এন জি অটো রিক্সা ছোটখাটও গাড়ী চলাচল স্বাভাবিক ছিল। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে গিয়ে দেখা যায়, আইন শৃংখলা যাতে বিঘ্ন না হয় সে জন্য ওসি লোহাগাড়া জনাব রাশেদুল ইসলামে নেতৃত্বে টহল জোরদার করা হয়। পাশাপাশি লোহাগাড়া আওয়ামী লীগ , যুবলীগ নেতা কর্মিরা হরতালের বিপক্ষে শান্তি সমাবেশ ও মিছিল করেন। লোহাগাড়া উপজেলার কোথায় হরতাল নিয়ে কোন ঝামেলা হয়েছে মর্মে কোন সংবাদ পাওয়া যায় নি। সবমিলিয়ে হরতালে সারাদিন লোহাগাড়ার পরিবেশ খুবই শান্ত ছিল।
© Deshchitro 2024