এবার ফিরে যাও

মোহাম্মদ ইলিয়াছ

◾◾◾


"কাঁঠাল গাছে ধরছে কাঁঠাল 

আমরা খাবো পেড়ে 

আর যদি কেউ খেতে আসে

সামনে যাবো তেড়ে। "


এমন ব্রত নিয়ে যারা

কাঁঠালতলায় থাকে

কাঁঠাল পাকার গন্ধ কেবল

ঢুকে তাদের নাকে? 


তাই বলি ভাই, কাঁঠালতলায়

আর থেকো না বসে

পাকলে কাঁঠাল তোমার মাথায়

পড়তে পারে খসে।


দেশটা এখন কাঁঠালতলা

চায় না তলা ছাড়তে

জীবদ্দশায় আর যেন কেউ

পারে নাকো পাড়তে। 


খাওয়ার এতই ইচ্ছে যখন

খুব আয়েশে খাও 

অনেক হলো আর খেয়ো না 

এবার ফিরে যাও।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024