|
Date: 2023-10-30 13:19:09 |
কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ একজন এফডিএমএন সদস্য আটক করে ৮ এপিবিএনের সদস্যরা।
সোমবার (৩০ অক্টোবর) ২০২৩ খ্রিঃ ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এর নির্দেশনায় উখিয়া পানবাজার পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামী ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-৯ এর বি/১ ব্লকে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এফডিএমএন সদস্য সামছুল আলম এর হেফাজত হতে ১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার উখিয়া ৮ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ এফডিএমএন সদস্য সামছুল আলম (২৪)
ক্যাম্প-৯, বি/১ ব্লকের এফসিএন-১১৪৮১৯ এর বাসিন্দা মৃত কবির আহমদ, ও সানজিদা বেগম এর ছেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এফডিএমএন সদস্য সামছুল আলম এর হেফাজত হতে ১৫,০০০ (পনের হাজার) পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করে পানবাজার পুলিশ ক্যাম্পের জিডি নং-৯৫৬, তারিখ-২৯/১০/২০২৩ খ্রি. তারিখে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© Deshchitro 2024