বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
০৬ অক্টোবর, ২০২২ (বৃহস্পতিবার) সকালে সারিয়াকান্দি পৌরসভা, বগুড়া'র আয়োজনে “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২২ পালন উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে পৌর এলাকায় প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম এবং উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024