|
Date: 2023-10-31 03:22:59 |
লক্ষ্মীপুরে বিএনপির-জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিনে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মিয়া রাস্তার মাথা, ইটেরপুল,মান্দারি, জকসিন, আলীয়া মাদ্রাসা, ভবানিগঞ্জেসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা।ইতিমধ্যে র্যাব-১১ টহল দিচ্ছে। শহরে বেশিরভাগ দোকানপাট খুলতে শুরু করেছে। চলছে স্থানীয় যানবাহন।
© Deshchitro 2024