বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানাতে এবং প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।


বিশ্ববিদ্যাালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা।


রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দা শাহনাজ নাসরুলাহ্ ইলোরা সেমিনারের বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আয়োজনে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেরোবির সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ. এম. এম শাহরিয়ার। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023