হবিগঞ্জের লাখাইয়ে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

লাখাই থানা সুত্রে জানা যায়, লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ শওকত আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ৫ অক্টোবর বুধবার বিকাল ৫টায়  অভিযান চালিয়ে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম (আয়নারটুক) আসামীর বাড়ী থেকে গ্রেপ্তার করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং পরে লাখাই থানায় সোফর্দ করে।

 

গ্রেপ্তার কৃত আসামী স্বজনগ্রাম(আয়নারটুক) এর মৃত সিকান্দর মিয়ার ছেলে হযরত আলী। লাখাই থানা সুত্রে জানা যায় আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ১৯৯৮ সালে বিবাদী যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

আসামী দীর্ঘ ২৪ বছর পলাতক ছিল। অপর দিকে ৫ অক্টোবর বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের শামছুল হকের ছেলে আলমগীর ও পশ্চিম বুল্লার মোঃ ইলিয়াস মিয়ার ছেলে সাকির ইসলাম প্রকাশ শাহিনুর কে এস আই মোশারফ হোসেন ও এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

আসামীদের কে  ৬ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ বিজ্ঞ বিচারিক আদালত ও সংশ্লিষ্ট আদালতে  সোফর্দ করা হয়েছে।  আসামী গ্রেপ্তারের বিষয় লাখাই থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024