|
Date: 2023-10-31 10:42:53 |
আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বন্ধুর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে বার বার ধর্ষণ করায় সোমবার (৩০ অক্টোবর) রাতে ভুক্তোভোগীর বাবা শাহবন্দীগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামের গাজিউর রহমান ড্রাইভার বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামের গাজিউর রহমান ড্রাইভারের মেয়ের পাঁচ বছর পূর্বে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ব্যারিস্টার পাড়ার আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী আমিনুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু একই এলাকার আখতারুজ্জামানের ছেলে নুর নবী ইসলাম। ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তাদের বাসায় আসা যাওয়া করত। বন্ধুর স্ত্রীকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে কোন সারা না পেয়ে বন্ধু বাড়িতে না থাকার সুযোগে কৌশলে বন্ধুর স্ত্রীর গোসলের গোপন ভিডিও মোবাইলে ধারণ করে।
কাজের প্রয়োজনে বন্ধু আমিনুল ইসলাম বাহিরে গেলে কেউ না থাকার সুযোগে বন্ধুর স্ত্রীকে মোবাইলে ধারণকৃত গোসলের ভিডিও দেখে ব্ল্যাক মেইল করে ধর্ষণ করে। পরে রিনা বাবার বাড়িতে শেরপুর চলে আসে। গত ৩০ অক্টোবর বেলা ১১ টায় নূর নবী জানতে পারে শেরপুরের সাধুবাড়ী গ্রামের মেয়ের বাবার বাড়িতে চলে আসছে। তখন সে আবার ওই মেয়ের বাবার বাড়িতে আসে। বাড়িতে কেহ না থাকার সুযোগে আবার ব্ল্যাক মেইল করে ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নূর নবীকে হাতেনাতে ধরে ফেলে। এই খবর পেয়ে নূরনবীকে তার ১৫-১৬জন সহযোগীরা এসে নূরনবী ইসলামকে আটকে রাখায় তাদের মারধর কে ছিনিয়ে নিয়ে যায়।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024