|
Date: 2023-10-31 13:14:19 |
কক্সবাজারের উখিয়ায় বিএনপি-জামাতের তিনদিন ব্যাপী কেন্দ্র ঘোষিত অবরোধের বিরুদ্ধে উখিয়া উপজেলা যুবলীগের সু-ডাউন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে থেকে বিএনপি-জামাতের কেন্দ্র ঘোষিত অবরোধের বিরুদ্ধে উখিয়া, পালংখালী, কোটবাজার, মরিচ্যা বাজার সহ বিভিন্ন স্টেশনে বিএনপি’র কেন্দ্র ঘোষিত অবরোধ বিরোধী উখিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশার নেতৃত্বে মটর বাইক সু-ডাউন মহড়া অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ২টার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উখিয়া উপজেলা যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বিএনপি জামায়াত নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তাদের পৈশাচিক হামলায় একজন পুলিশ ও একজন বাস চালক নিহত হয়েছে এবং পুলিশ, সাংবাদিক সহ অনেকে আহত হয়েছে। শান্তি সমাবেশের মাধ্যমে আমরা বিএনপি জামাতের এমন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা যদি আর কোন রকম নৈরাজ্য সহিংসতা করার চেষ্টা করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তার মোক্ষম জবাব দেবে। যেখানে বিএনপি জামাতের নাশকতা হবে সেখানে মানুষের জানমাল রক্ষায় আমরা প্রতিরোধ করবো। শেখ হাসিনার হাত কে আরও শক্তিশালী করতে উখিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
© Deshchitro 2024