|
Date: 2022-08-07 13:25:07 |
নিউজ ডেস্ক:
ভোক্তা বিরোধী কার্যক্রমের তদারকির সময় বিভিন্ন ফিলিং স্টেশনের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সব ফিলিং স্টেশনকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার তাগিদ দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। সাম্প্রতি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে দেখা যায়, কতিপয় ফিলিং স্টেশন দাহ্য পদার্থ (পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস ইত্যাদি) বিক্রয়ের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও আনুষঙ্গিক কাগজপত্র ব্যতীত কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন।
এ অবস্থায় সব ফিলিংস্টেশনকে লাইসেন্সের আওতাধীন/লাইসেন্স হালনাগাদ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
© Deshchitro 2024