|
Date: 2023-11-01 08:54:31 |
সেনবাগে যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত
সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে" স্মাট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ "এ-ই স্লোগান কে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
সকাল ১১ টায় সেনবাগ উপজেলা চত্বর থেকে একটা র্যালি শুরু করে যুব উন্নয়ন অধিদপ্তর সেনবাগ শাখার যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলমের নেতৃত্বে। উক্ত র্যালিতে অংশ গ্রহণ করেন সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃজিসান বিন মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, বিআরডিভির চেয়ারম্যান আতিকুর রহমান পলাশ, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, প্রকল্প কর্মকর্তা অখিল শিকারী, আইসিটি কর্মকর্তা, মৎস অফিসার বাবু বিজয় কুমার পাল, রেনেসাঁ যুব সংঘ, রেইনবো যু্ব ফাউন্ডেশনের যুবকেরা। র্যালি শুরু পুর্বে রেইনবো যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই একটা করে টিশার্ট পরিয়ে দেন।
র্যালি শেষে সেনবাগ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সঞ্চালনা করেন বালিয়াকান্দি কল্যাণ সমিতির সভাপতি মোঃজসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা খোরশদ আলম। সফল উদ্যোগতা সামছুর রহমান সুজন।সুজন তার বক্তব্যে বলেন আমি যখন মাষ্টার ডিগ্রি শেষে কোথাও কোন চাকরি পাচ্ছি না, তখন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র দুইটি গরু দিয়ে শুরু করি আমার ফার্ম, বর্তমানে আমার ফার্মে ৫৫ টি গরু আছে এবং আমি বর্তমানে ১ কোটি টাকার উপরে সম্পত্তির মালিক।বক্তব্য রাখেন রেনেসাঁ যুব সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক,রেইনবো যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হক,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, বক্তারা বলেন বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। অলসতা দরে গেছে, যুব সমাজ কে এ-ই আসক্তি ও অলসতা থেকে বের হয়ে আসতে হবে। চাকরির পেচনে না গুরে চাকরি দাতা হবে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের পাঁয়ে দাড়াতে হবে।
© Deshchitro 2024