|
Date: 2023-11-01 09:21:32 |
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম নামে দুই ভূমিদস্যুর বিরুদ্ধে নুরজাহান বেগম ও তার ব্যাবসায়ি সন্তানদের বাড়ি নির্মানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। নির্মানাধিন বাড়ির ছাদ ঢালাই আটকাতে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম অস্ত্রসহ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে মঙ্গলবার রাত থেকে অবস্থান নিয়ে নানা ভয়ভীতি, হুমকি প্রদান করায় নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা হীনতায় ভুগছে ঐ নারী ও তার ব্যাবসায়ি সন্তানেরা।
অভিযোগ সূত্রে ও সরেজমিন পরিদর্শন করে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউৃনিয়নের ধোপাকান্দিতে মহাসড়ক সংলগ্ন বাড়ি অধিগ্রহন হওয়ায় সেই অর্থে পাশ্ববর্তি ১৭ শতক জমি ক্রয় করে নুরজাহান বেগম ও তার সন্তানেরা। জমি ক্রয়ের পর প্রায় ছয় মাস আগে সেখানে মাটি ভরাট ও বহুতল ভবন নির্মানও শুরু করে তারা। মঙ্গলবার নির্মানাধিন ভবনটির ছাদ ঢালাইয়ের আগে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাধা প্রদান করে আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলাম। এসময় তারা নির্মানাধিন ভবন ভেঙে দেওয়ার হুমকি দিয়ে শাসিয়ে যায় পরিবারটিকে। ঐ সময় থেকেই আব্দুল্লাহেল কাফি ও ফরিদুল ইসলামের সন্ত্রাসীরা নির্মানাধিন ভবন ও নুরজাহান বেগমের বাড়ির পাশে অবস্থান নিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
এ বিষয়ে নুরজাহান বেগম ও তার সন্তানেরা জানায়, গত ছয় মাস আগে ১৭ শতক জমি ক্রয় করে তার মধ্যে সাড়ে ৭ শতক জমিতে বহুতল ভবন নির্মান করা শুরু করা হয় মাটি ভরাটের মাধ্যমে। নিচের কাজ শেষ করে ছাদ ঢালাই শুরু করার পূর্ব মুহুর্তে কাফি ও ফরিদুল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধার সৃষ্টি করে নানাভাবে হুমকি প্রদান করছে। আমাদের ক্রয়কৃত সম্পত্তি নিষ্কন্টক। এখানে তাদের কোন দাবি থাকলে আদালতের যেতে পারে, তা না করে এভাবে হুমকি প্রদান করায় আমরা নিজেদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির আশংকা করছি।
© Deshchitro 2024