|
Date: 2023-11-01 11:06:12 |
"তোমাকেই দেখতে পাই"
যেদিকে তাকাই,
সেদিকে তোমাকেই দেখতে পাই!
যখন আমারও স্বপ্নের ঘোর ভাঙে,
দেখি তুমি আর নাই।
পরক্ষণেই বড় দুঃখ পাই,
নিজে কে খুব বুঝাই।
তুমিতো রয়েছো আমারও মনের উপত্যকায়,
তাহলে,কেন কাটে সময় তোমারই দুঃশ্চিন্তায়?
মনের কোনে জমানো স্বপ্ন -
বেরিয়ে আসে না না উপমায়!
ধরা দেও তুমি কল্পনায়,
তারপরও মনে হয় -
যেদিকে তাকাই;
সেদিকে তোমাকেই দেখতে পাই!
ইয়াছিন আরফাত মঈন
© Deshchitro 2024