|
Date: 2023-11-01 11:42:39 |
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
"দক্ষ যুব সমৃদ্ধ দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজিবপুর উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজিব পুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রাজিব পুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজিব পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি রাজিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024