ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  বলিদ্বারা ব্রীজের পূর্ব পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি বিয়ের মাইক্রোবাস ।বিভিন্ন সূত্রে জানা গেছে,  মাইক্রোবাসের থাকা যাত্রীরা সকলেই কমবেশি আহত হয়েছেন তবে  একজন মহিলার অবস্থা খুব আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  রাস্তায় ছাড়া গরু এবং ছাগল পারাপার হচ্ছিল। হঠাৎ করে মাইক্রোবাসটির সাথে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা ডোবা/খালে পড়ে যায়। স্থানীয়রা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন । ঘটনাস্থলে এলাকাবাসীর দাবি তোলেন ,ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার রাস্তার পাশে গরু-ছাগল বাঁধার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ।ঘটছে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা, বরণ করতে হচ্ছে সারা জীবনের পঙ্গুত্ব কিংবা হারাতে হচ্ছে মূল্যবান জীবন । 

জেলা প্রশাসন, রাস্তার পাশে গরু ছাগল বাঁধার বিষয়ে  পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024